রাজ্য
রাত থেকে নিখোঁজ, সকালে উদ্ধার মৃতদেহ
রাত থেকে নিখোঁজ থাকার পর এদিন সকালে মৃতদেহ উদ্ধার হল পেশায় রাজমিস্ত্রী এক ব্যক্তির। খুন নাকি আত্মহত্যা? উত্তর খুঁজতে তদন্তে পুলিশ৷
Bengal Live আলিপুরদুয়ারঃ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলার ফালাকাটায়। খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম মেহেদী হোসেন।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাতে নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন পেশায় রাজমিস্ত্রী মেহেদী হোসেন। এরপর থেকেই আর কোনও খোঁজ মেলেনি তাঁর। এদিন সকালে বাড়ি থেকে কিছু দূরে রেল লাইনের ধারের ভূট্টার জমি থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।