রাজ্য

গৃহবধূর খোয়া যাওয়া টাকা ফিরিয়ে সততার নজির সিভিক কর্মীর

জানা গেছে, মঙ্গলবার প্রায় নয় হাজার টাকা হারিয়ে যায় কুশিমন বিবির। সেই টাকা খুঁজে পেয়ে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করলেন সিভিক কর্মী।

 

Bengal Live মালদাঃ টাকার ব্যাগ কুড়িয়ে পেয়ে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে সততার নজির এক সিভিক ভলান্টিয়ারের। ইংরেজ বাজার থানার বাগবাড়ি এলাকার বাসিন্দা কুশিমন বিবি মঙ্গলবার প্রায় ৯ হাজার টাকা নিয়ে বাজার করতে মালদা শহরে আসেন।এই সময় তার টাকার ব্যাগ খোয়া যায় বলে অভিযোগ।

মালদা শহরের রথবাড়ি এলাকায় টাকার ব্যাগ কুড়িয়ে পায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সুরজ দাস। এরপর টাকার ব্যাগে থাকা একটি মোবাইল নম্বর পেয়ে সেটিতে যোগাযোগ করা হয় ব্যাগের মালিকের সঙ্গে। খবর পেয়ে মালদা রথবাড়ি ট্র্যাফিকে এসে পৌঁছান এক মহিলা।

ট্রাফিক ডিএসপি বিপুল ব্যানার্জি এবং ভারপ্রাপ্ত ট্রাফিক ওসি নন্দন কুমার এর উপস্থিতিতে সিভিক ভলেন্টিয়ার টাকার ব্যাগ ওই মহিলার হাতে তুলে দেয়। টাকার ব্যাগ হাতে পেয়ে খুশি মহিলা। টাকার ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন রথবাড়ি ট্র্যাফিকে কর্তব্যরত সুরজ দাস। খোয়া যাওয়া টাকা ফেরৎ পেয়ে খুশি কুশিমন বিবি।

Related News

Back to top button