রাজ্য

তোর্সায় ভেসে উঠল গন্ডারের মৃতদেহ

শনিবার সকালে নদীতে কাজ করতে এসে স্থানীয়দের নজরে আসে গন্ডারের মৃতদেহ।

 

Bengal Live আলিপুরদুয়ারঃ তোর্সা নদী থেকে উদ্ধার গন্ডারের মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য শিমলাবাড়ি বনবস্তি এলাকায়। জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে বয়ে যাওয়া তোর্সা নদীতে শনিবার সকালে গন্ডারের মৃতদেহটি দেখা যায়৷ স্থানীয় বাসিন্দারা প্রথমে মৃতদেহটিকে হাতির বলে ভাবলেও পরে ভুল ভাঙে সকলের।

north bengal wild life bengali news

এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন বন কর্মীরা৷ নদী থেকে গন্ডারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷ কী কারণে মৃত্যু? তা এখনও জানা যায়নি৷ তবে বন কর্মীদের ধারণা, অতিরিক্ত বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে রয়েছে জঙ্গলের বিস্তীর্ণ এলাকা৷ অতিবর্ষণে তোর্সা নদীতে ডুবে গণ্ডারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান তাঁদের। তবে মৃত্যুর আসল কারণ জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই৷ এদিকে জেসিবি ও ট্রাক্টর দিয়ে গন্ডারের মৃতদেহটি উদ্ধার করা হয়৷

north bengal wild life bengali news

Related News

Back to top button