রাজ্য

আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী, শোকার্ত পরিবার

মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার। উদ্ধার লাল কালিতে লেখা নোট। তদন্তে পুলিশ৷

 

Bengal Live কোচবিহারঃ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারের দিনহাটায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ছাত্রীর নাম বর্ণালী বর্মণ। সে গোপালনগর হাইস্কুলের ছাত্রী ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে। পড়ার ঘর থেকেই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় মঙ্গলবার। পুলিশ সুত্রে খবর, মৃতার ঘর থেকে একটি নোট উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হচ্ছে না মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোমবার দিনই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। করোনা পরিস্থিতিতে পরীক্ষা না নেওয়ার পক্ষে সংখ্যাগরিষ্ঠ মানুষ মত দেওয়ায় রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেয়। সাতদিনের মধ্যে শিক্ষা দপ্তরকে মূল্যায়নের পদ্ধতি জানানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরই মাঝে মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মঘাতী হওয়ার খবর জোর চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটায়।

মৃতার পরিবার জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষা নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় গত কয়েকদিন থেকে উদ্বিগ্ন ছিল বর্ণালী। গতকালের ঘোষণার পর সে আরও মানসিক ভাবে ভেঙ্গে পরে। পুলিশ জানিয়েছে, ছাত্রীর পড়ার ঘর থেকে একটি লাল কালিতে লেখা নোট উদ্ধার হয়েছে। তাতে লেখা রয়েছে,, বাবার সব ইচ্ছা সে পূরণ করতে পারল না। মৃত ছাত্রীর কাকা প্রসেনজিত বর্মণ বলেন, অন্যান্য দিনের মত ঘরে দরজা বন্ধ করে পড়তে গিয়েছিল মেয়ে। তবে অনেক রাত হয়ে যাওয়ার পরেও ঘর থেকে বাইরে না বেড় হওয়ায় সন্দেহ হয় পরিবারের৷ ডাকাডাকির পর কোনো আওয়াজ না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে ঢোকে পরিবার৷

ট্রাক্টর মোটরবাইকের সংঘর্ষ, মৃত গৃহবধূ

এরপরই ঝুলন্ত অবস্থায় দেখা যায় বর্ণালীকে। খবর পেয়ে মৃতার বাড়িতে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ছাত্রীর আত্মঘাতী হওয়ার পেছনে কী কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷

করোনা জয়ী রায়গঞ্জের ৮২-এর প্রৌঢ়া

Related News

Back to top button