উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর
শনিবার রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস জানালো হাওয়া অফিস।
এই আটটি বিষয় নজরে রাখলেই কমবে বিদ্যুতের খরচ
Bengal Live ডেস্কঃ আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর৷ দার্জিলিঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি সহ উত্তরের প্রায় সব জেলাতেই বজ্র-বিদ্যুৎপাত সহ বৃষ্টি হতে পারে বলে জানালো আবহাওয়া অফিস। জানা গেছে, বৃষ্টির সাথে ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়াও বইতে পারে জেলাগুলিতে। তবে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেই মত হাওয়া অফিসের আধিকারিকদের।
জলখাবারে বাড়ীতেই তৈরী করুন সুস্বাদু ডালপুরি, জানুন রন্ধনপ্রণালী।
এদিকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও যেমন, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া,ঝাড়গ্রাম, পশ্চিম মেদেনীপুরেও ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। জানা গেছে, বঙ্গোপসাগর থেকে আদ্রতা ঢুকছে উত্তরপূর্বের রাজ্যগুলিতে। সেই প্রভাবেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।