রাজ্য

রাজার শহরে ছুটবে দোতলা বাস, সেপ্টেম্বর থেকেই চালু পরিষষেবা

দু’বছর বন্ধ থাকার পর আবারও কোচবিহারে চলবে দোতলা বাস। সেপ্টেম্বর মাস থেকেই চালু হবে পরিষেবা জানালো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।

Bengal Live কোচবিহারঃ ফের দোতলা বাসকে কোচবিহারের রাজপথে নামানোর সিদ্ধান্ত নিলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। লোকসান মেনে নিয়েই সেপ্টেম্বর মাস থেকেই রাজার শহরে চলবে দোতলা বাস। অনেকটা উঁচুতে বসে শহর দেখার সুযোগ মিলবে পর্যটকদের। তবে বাস চলাচলের রুট চুড়ান্ত হবে বোর্ড মিটিং এ৷

সংস্থা সূত্রে খবর, মোট চারটি দোতলা বাস ছিল সংস্থার কাছে। দুটি নষ্ট হয়েছে আর অন্য দুটি যান্ত্রিক গোলোযোগের কারনে দু’বছর ধরে কোচবিহার ডিপোতেই পরে রয়েছে। অত্যাধিক তেল খরচ করে সংস্থার পক্ষে তবে এই বাস চালানো ব্যায় সাপেক্ষ৷ যেখানে লিটার প্রতি ডিজেলে সাধারন বাস ৪ কিলোমিটার চলে সেখানে দোতলা বাস চলে ২ কিলোমিটার। এছাড়াও ব্যস্ততার মাঝে ধীর গতিতে চলা এই বাসের উপর আগ্রহের খানিকটা খামতি দেখা দিয়েছে যাত্রীদের। তবে পর্যটকদের কাছে এক অন্য মাত্রা এনে দেয় রাজআমলের নিদর্শনের ছবি দিয়ে সাজানো এই বাস ।

The North Bengal State Transport Corporation decided to take the double-decker bus to the highway of coochbehar again.

জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কাছে থাকা দুটি বাস প্রায় দুই দশক ধরে চলতে দেখা গেছে কোচবিহার থেকে পুন্ডিবাড়ি ও তুফানগঞ্জ রুটে। দু’বছর আগে ‘সবুজের পথে হাতছানি’ প্রকল্পেও কাজে লাগানো হয়েছিল একটি বাস।তাই রাজার শহরের ঐতিহ্যের কথা মাথায় রেখে আবারও ছুটবে কোচবিহার তথা উত্তরবঙ্গের আবেগ দোতলা বাস।উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেছেন খুব শীঘ্রই দোতলা বাস আবার নামবে কোচবিহারের রাস্তায়।বোর্ডমিটিং এ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে৷

Related News

Back to top button