রাজ্য

ডাকাতির ছক বাঞ্চাল, গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতী

বড়সড় ডাকাতির ছক বাঞ্চাল। পুলিশের তৎপরতায় গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতী৷

 

Bengal Live মালদাঃ বড়োসড়ো ডাকাতির ছক ভেস্তে দিল ইংরেজবাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচ জনের এক সশস্ত্র ডাকাত দলকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ মালদা মানিকচক রাজ্য সড়কের পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে ইংরেজবাজার থানার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় রড, হাঁসুয়া, দড়ি সহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হল, মন্টু মহালদার, বিকি ভাস্কর, শেখ আতিজুর, শেখ নিজামুদ্দিন এবং বাপি শেখ। ইংরেজবাজার থানার বাশবাড়ি, মিরচক এবং রতুয়ার পুখুরিয়া থানা এলাকায় বাড়ি ধৃতদের।

প্রাথমিক তদন্তের পর জানা গেছে ডাকাতি করার উদ্দেশ্যে পলিটেকনিক কলেজ সংলগ্ন একটি আমবাগানে একত্রিত হয়েছিল তারা। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হওয়ার আগে ই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ৷

Related News

Back to top button