শীতের রাতে সোনার দোকানে দুঃসাহসিক চুরি
দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। পুলিশি প্রহরা বসানোর দাবি স্থানীয়দের৷
Bengal Live মালদাঃ শীতের রাতে দেওয়াল ফাটিয়ে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া এলাকায়। এলাকায় পরপর চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয়রা। প্রায় দেড় লক্ষ টাকার সোনা ও রূপার অলঙ্কার দুষ্কৃতীরা চুরি করে চম্পট দিয়েছে বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ী নবকুমার সাহা।
জানা গেছে, হরিশচন্দ্রপুর কনুয়া এলাকায় রয়েছে নব কুমার সাহার সোনার দোকান। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা তাঁকে জানান, দোকানের পেছনের দেওয়াল ভাঙা অবস্থায় রয়েছে। নবকুমার বাবুর স্ত্রী নেহা সাহা জানান, সেই কথা শুনেই দৌঁড়ে দোকানে এসে দেখি দেওয়াল ভেঙে চোরেরা ঢুকে দোকানে থাকা সোনা, রূপার সমস্ত গহনা চুরি করে পালিয়েছে।
স্বর্ণ ব্যবসায়ী নবকুমার সাহা বলেন, প্রায় দেড় লক্ষ টাকার সোনা ও রূপার অলঙ্কার মজুত ছিল দোকানে৷ সর্বস্ব নিয়ে গিয়েছে চোরেরা। থানায় খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নবকুমার সাহা।
রাতে এলাকায় পুলিশি প্রহরা বসানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।