রাজ্য

মুখে নেই মাস্ক, কান ধরে উঠবস করালো প্রশাসন

মাস্ক না পরলে কান ধরে উঠবস, কোচবিহারের ব্যস্ততম এলাকা গুলোয় চলবে বিশেষ অভিযান জানালো প্রশাসন।

Bengal Live কোচবিহারঃ প্রতিদিন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের দ্বিতীয় স্ট্রেন। সংক্রমিত হচ্ছেন হাজার হাজার মানুষ। কোচবিহারেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে মাস্ক ছাড়া অকারণে বাজারে ঘুরে বেড়াতে দেখলেই তাদের কানধরে ওঠবোস করালো প্রশাসন। কোচবিহারবাসীকে সচতন করতে এই বিশেষ অভিযানে নেমেছে প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা৷

 

মঙ্গলবার ভবানীগঞ্জ বাজারে মাস্ক না পরে অকারণে ক্রেতা বিক্রেতাদের দেখা গেলে তাদের কান ধরে উঠবস করার শাস্তি দিল প্রশাসন। কোচবিহারবাসীকে সচেতন করতে শহরের ব্যস্ততম এলাকাগুলিতেও চলবে এই প্রশাসনিক অভিযান।
প্রশাসন সূত্রে খবর, লাগাতার এই অভিযান চলবে৷ কোচবিহারে ১৮০ জন করোনাতে আক্রান্ত হয়েছেন৷ এরমধ্যে কোচবিহার সদর এলাকায় আক্রান্ত আছেন ৯০ জন। করোনা সংক্রমন এভাবে বাড়লেও হুঁশ ফেরেনি শহরে৷ মাস্ক ছাড়াই ভবানীগঞ্জ বাজারের ব্যস্ততম এলাকায় দিব্যি ঘুরে বেড়াতে দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের। তাদের সচেতন করতে এবারে কান ধরে ওঠবোস করানো হয় ভবানীগঞ্জ বাজার এলাকায়।

Related News

Back to top button