রাজ্য

চার রাজ্য থেকে এলে কোয়ারান্টাইন বাধ্যতামূলক, কোচবিহারে জানালেন স্বাস্থ্য অধিকর্তা

চার রাজ্য থেকে আগত পরিযায়ী শ্রমিক সহ অন্য কেউ এলেই কোয়ারান্টাইন বাধ্যতামূলক। শনিবার করোনা সংক্রান্ত বৈঠকে জানান রাজ্য স্বাস্থ্য অধিকর্তা।

Bengal Live কোচবিহারঃ গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লি, তামিলনাড়ু থেকে আগত পরিযায়ী শ্রমিক সহ অন্য কেউ এলেই তাঁদের কোয়ারান্টিনে রাখা প্রয়োজন। শনিবার কোচবিহারে করোনা সংক্রান্ত বৈঠকে জানান রাজ্য স্বাস্থ্য অধিকর্তা সুশান্ত রায়। অন্য রাজ্য থেকে আগতদের হোম কোয়ারান্টিনই যথেষ্ট বলে দাবি তাঁর। বৈঠকে স্বাস্থ্য অধিকর্তা বলেন, বাইরে থেকে আসা মানেই তাঁরা সংক্রমণ বহন করছেন, তা নয়।

শনিবার ল্যান্সডাউন সভাঘরে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলার স্বাস্থ্য দপ্তর, প্রশাসনের কর্তারা ও মন্ত্রীরা। স্বাস্থ্যকর্তা বলেন, করোনা পরীক্ষার রিপোর্ট অনেক সংখ্যায় জমে রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। কোথায় সমস্যা তা বোঝার চেষ্টা চলছে। দ্রুত সেই সমস্যা মিটিয়ে ফেলা হবে । কোয়ারান্টিন সেন্টারগুলিতে যাঁরা রয়েছেন তাঁদের রিপোর্টও যেন দ্রুত ছেড়ে দেওয়া হয় সেই ব্যাপারে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। কাজের তদারকি করতে ল্যাবগুলিতে পরিদর্শন হচ্ছে বলেও জানান স্বাস্থ্য অধিকর্তা।

Related News

Back to top button