রাজ্য

ট্রেন থেকে উদ্ধার ৩ ব্যাগ কচ্ছপ, ধৃত ১ ইউপি-র বাসিন্দা

কচ্ছপ পাচারের আগেই রেল পুলিশের হাতে ধরা পড়ল পাচারকারী। উদ্ধার তিন ব্যাগ কচ্ছপ।

 

Bengal Live মালদাঃ বৃহস্পতিবার রাতে মালদা স্টেশনের আপ ব্রম্মপুত্র মেলের একটি সংরক্ষিত কামরা থেকে উদ্ধার হলো ৩ ব্যাগ কচ্ছপ। গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ গভীর রাতে কচ্ছপ পাচারকারীরে গ্রেপ্তার করে।

তিনব্যাগে ছিল মোট ৭৫ টি কচ্ছপ। পুলিশ সূত্রে জানা গিয়েছে পাচারকারীর নাম সুরজ কুমার। বাড়ি উত্তরপ্রদেশের সুলতানগঞ্জ এলাকায়৷ পাচারকারী জানায়, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর নিয়ে যাবার কথা ছিল কচ্ছপগুলোকে।

ডাম্পারের ধাক্কায় নয়ানজুলিতে পড়ল যাত্রীবাহী বাস, আহত ৩৫

উদ্ধার হওয়া কচ্ছপগুলো বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় এবং তারই সঙ্গে ধৃত পাচারকারীকে আদালতে পেশ করা হবে বলেও জানান রেল পুলিশ।

Related News

Back to top button