রাজ্য

দুটি পৃথক দুর্ঘটনায় উত্তরবঙ্গে মৃত ৩, আহত ৮

উত্তরবঙ্গের দুই জেলায় পৃথক দুটি দুর্ঘটনায় মৃত্যু হলো তিন জনের। দুর্ঘটনায় আহত ৮ জন। আহতদের সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুটি দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 

 

Bengal Live ডেস্কঃ   আলিপুরদুয়ারে বীরপাড়া ব্লকের পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। আহত ৬ জন। অন্যদিকে, ইসলামপুরে ৩১ নং জাতীয় সড়কে লড়ি ও গ্যাসের ট্র‍্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে আহত লড়ির চালক ও খালাসি। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া ব্লকের লঙ্কাপাড়া রোড এলাকায় একটি যাত্রী বোঝাই সাফারি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ডাম্পার ট্রাকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাফারির ভিতরে থাকা তিনজনের। এই ঘটনায় আহত হন ৫/৬ জন। ঘটনার প্রভাবে ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বীরপাড়া থানার পুলিশ।

অন্যদিকে, ইসলামপুরের মাদারিপুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে লড়ি ও গ্যাসের ট্র‍্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত হন লড়ির চালক ও খালাসি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফোরলেন থাকা সত্ত্বেও একটি লেনে কাজ চলায় সেটি বন্ধ রাখা ছিল। অপর দিকের লেনটি খোলা থাকায় একই রাস্তায় দুটি গাড়ি চলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয় লড়ি ও ট্যাঙ্কারের। দুর্ঘটনায় আহত হন লড়ির চালক ও খালাসি। গ্যাসের ট্র‍্যাঙ্কারের থেকে গ্যাস লিকেজ হয়ে গ্যাস বেরোনোর সম্ভাবনা থাকায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা দমকল ও পুলিশ কে ঘটনাটি জানালে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ও দমকল বাহিনী।

ঘটনার জেরে দীর্ঘক্ষন অবরুদ্ধ হয়ে পড়েছিল ৩১ নং জাতীয় সড়ক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করলে আবার যান চলাচল শুরু হয়। স্থানীয় বাসিন্দারা আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

Related News

Back to top button