রাজ্য

রাতে মানিকচকে লঞ্চ ডুবির ঘটনায় এখনও নিখোঁজ তিন

লঞ্চ ডুবির ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েকটা ঘন্টা৷ ১০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন।

 

Bengal Live মালদাঃ মানিকচকের লঞ্চ ডুবির ঘটনায় এখনও নিখোঁজ ৩ জন। মঙ্গলবার সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধার কাজ। ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে নিখোঁজদের। জানা গিয়েছে, দুইজন চালক এবং একজন লঞ্চ কর্মী এখনও নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া লরিগুলিকেও উদ্ধারের কাজ শুরু হয়েছে।

জানা গেছে, ঝাড়খন্ডের রাজমহল ঘাট থেকে পণ্যবাহী ট্রাক নিয়ে লঞ্চটি মানিকচক ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল৷ সন্ধ্যায় মানিকচক ঘাটের কাছাকাছি পৌঁছতেই আচমকা দুর্ঘটনা ঘটে যায়৷ লঞ্চ সহ পণ্যবাহী ৮ টি ট্রাক ডুবে যায় গঙ্গায়৷ সোমবার সন্ধ্যা রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷

মালদার মানিকচকে লঞ্চডুবি, গঙ্গায় তলিয়ে গেল ৮ টি ট্রাক, নিখোঁজ একাধিক

রাতেই বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছায়৷ ১০জনকে উদ্ধার করা হয়৷ কেউ কেউ সাঁতার কেটে নিজেরাই নদী থেকে উঠে আসেন৷ তবে কারোর কোনও ক্ষতি হয়নি৷ প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

এদিকে এদিন সকাল পর্যন্ত এখনও ৩ জন নিখোঁজ রয়েছেন বলে খবর৷ সকাল থেকে ফের নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে গঙ্গায়৷ ডুবুরি নামানো হয়েছে নদীতে। তবে এখনও নিখোঁজ তিন জনের কোনও খোঁজ মেলেনি।

Related News

Back to top button