রাজ্য

দেওয়াল লিখন শুরু তৃণমূলের, কটাক্ষ বিজেপির

দেওয়াল লিখনের মধ্য দিয়ে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। কটাক্ষ বিজেপির।

 

Bengal Live কোচবিহারঃ প্রার্থী তালিকা এখনও প্রকাশ না হলেও নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথেই দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার শুরু করে দিল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হয় রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়ে বড় ব্যবধানে নির্বাচনে জয় লাভ করেন নিশীথ প্রামাণিক। এরপর থেকেই ক্রমশ নিজেদের শক্তি বৃদ্ধি করেছে বিজেপি। এদিকে নিত্যদিনই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খবরের শিরোনামে এসেছে তৃণমূল কংগ্রেস। ফলে বিধানসভা নির্বাচনে এবার হারানো জমি ফেরতের লড়াই শাসকের। সেই লক্ষ্যেই প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার আগেই প্রচার শুরু করে দিল জেলা তৃণমূল।

শনিবার কোচবিহারের ১০ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ স্ট্রিটে দেওয়াল লিখন শুরু করেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে পারেন পার্থপ্রতিম রায়। এদিকে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনকে কটাক্ষ করেছেন বিজেপির জেলা সভানেত্রী মালতি রাভা। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস যাঁকেই প্রার্থী করুক, জয় লাভ করবে বিজেপিই। মানুষ বিজেপির সাথে রয়েছে।

Related News

Back to top button