রাজ্য

রাজ্য সভার সাংসদ পদ থেকে ইস্তফা তৃণমূলের দীনেশ ত্রিবেদীর

শুভেন্দু, রাজীবের পর তৃণমূল কংগ্রেসে বড় ধাক্কা৷ আচমকা রাজ্য সভার সাংসদ পদ থেকে ইস্তফা দীনেশ ত্রিবেদীর।

 

Bengal Live ডেস্কঃ বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদী। শুক্রবার ইস্তফা দিতে গিয়ে দীনেশ ত্রিবেদী বললেন, “যেভাবে বাংলায় হিংসা হচ্ছে, আমার খারাপ লাগে”। এদিকে সাংসদ পদ থেকে ইস্তফা দিতেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷ তবে কি এবার দীনেশ ত্রিবেদীও শুভেন্দু, রাজীবের পথ ধরেই বিজেপিতে যোগ দেবেন? এই প্রশ্নের উত্তর এখনও না পাওয়া গেলেও প্রাক্তন রেল মন্ত্রী তথা রাজ্য সভার সাংসদকে স্বাগত জানিয়েছে বিজেপি।

“কিছুই করতে পারছি না। আর চুপ করে থাকতে পারছি না। দম বন্ধ হয়ে আসছে৷ নিজের অন্তরাত্মার ডাক শুনেই এই সিদ্ধান্ত”, শুক্রবার রাজ্য সভায় দাঁড়িয়ে বললেন দীনেশ ত্রিবেদী৷ বাংলায় এসে মানুষের পাশে দাঁড়াবেন বলে মত প্রকাশ করেছেন দীনেশ ত্রিবেদী। এদিকে রাজ্য সভার সাংসদের ইস্তফা প্রসঙ্গে তৃণমূল নেতা সৌগত রায় জানিয়েছেন, ভোটের মুখে এটা করা ঠিক হল না।

Related News

Back to top button