রাজ্য

কালিয়াগঞ্জে বিজেপি বধে এনআরসি প্রধান অস্ত্র তৃণমূলের, কর্মীসভায় বার্তা শুভেন্দুর

কালিয়াগঞ্জে ভোট প্রচারে এসে কর্মীসভা করলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা দেওয়ার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে এনআরসি (NRC) ইস্যুকেও মানুষের কাছে তুলে ধরার বার্তা দিলেন।

Bengal Live কালিয়াগঞ্জঃ বিজেপিকে রুখতে দলের কর্মীদের পাড়ায় পাড়ায় এনআরসি নিয়ে মমতার আশ্বাস বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরামর্শ দিলেন শুভেন্দু। বুধবার কালিয়াগঞ্জে ভোট প্রচারে এসে দলের কর্মীসভায় এই বার্তাই দেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এনআরসি (NRC) আতঙ্কে সবাই কাঁপছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) যতক্ষণ আছেন ততক্ষণ এই রাজ্যের মানুষকে এনআরসি (NRC) নিয়ে ভয় করার প্রয়োজন নেই।

আগামী ২৫ নভেম্বর রাজ্যের আরও দুটি বিধানসভা উপনির্বাচনের সাথে কালিয়াগঞ্জ বিধানসভা আসনেরও উপনির্বাচন (kaliyaganj assembly bye election)। নির্বাচনী প্রচারে যোগ দিতে এদিন কালিয়াগঞ্জ শহরে আসেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিবাদ ক্লাবের মাঠে আয়োজিত এই কর্মীসভায় মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, জেলা তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল আচার্য, কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা।

এদিনের কর্মীসভায় উপস্থিত তৃণমূলের সব নেতাদের বক্তব্যেই এনআরসি (NRC) প্রধান ইস্যু হিসেবে উঠে আসে। মন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যেও এনআরসি ইস্যু গুরুত্ব পায় এদিন। শুভেন্দু বাবু বলেন, যাঁরা এনআরসির পক্ষে রয়েছে তাঁদের কথা আলাদা। ডিটেনশন ক্যাম্পে (detention camp) যেতে চাইলে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু এখানে এনআরসির বিরুদ্ধে ভোট করতে হবে। তিনি আরও বলেন, এই উপনির্বাচনে বিজেপিকে ভোট দেওয়া মানে নোটায় (NOTA) ভোট দেওয়া। কারণ হিসেবে তিনি বলেন, এখানে তৃণমূল না জিতলেও রাজ্যে সরকারটা তৃণমূলেরই থাকবে। আর এখানে তৃণমূল বিধায়ক হলে কালিয়াগঞ্জের উন্নয়ন হবে।

Related News

Back to top button