রাজ্য

শর্ত না মানলে ডুয়ার্সে হোটেল-রিসোর্টে থাকার অনুমতি মিলবে না পর্যটকদের

দার্জিলিঙ, দিঘার পর এবার কোভিড বিধিনিষেধ লাগু ডুয়ার্সেও। শর্ত না মানলে পর্যটনকেন্দ্র গুলিতে হোটেল-রিসোর্টে থাকার অনুমতি মিলবে না বলে নির্দেশিকা জারি প্রশাসনের।

 

Bengal Live ডেস্কঃ পর্যটকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল জলপাইগুড়ি জেলা প্রশাসন। দিঘা, শান্তিনিকেতন, দার্জিলিঙের পর এবার কোভিড বিধি লাগু ডুয়ার্সে। রাজ্যে দৈনিক সংক্রমণের হার নীচে নামলেও তৃতীয় ঢেউ নিয়ে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিতেই এই বিধিনিষেধ লাগু বলে জানা গেছে।

দার্জিলিঙ সফরে বাধ্যতামূলক কোভিড নেগেটিভ সার্টিফিকেট

জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডুয়ার্স এলাকায় ঘুরতে এলে পর্যটকদের সাথে নিয়ে আসতে হবে ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার সার্টিফিকেট অথবা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট। এই দুইয়ের মধ্যে যে কোনও একটি থাকলেও একমাত্র হোটেল রিসোর্টে থাকার অনুমতি মিলবে।

এবার দিঘা সফরেও বাধ্যতামূলক কোভিড টেস্টের রিপোর্ট, নির্দেশিকা জারি প্রশাসনের

প্রসঙ্গত, বুধবার দিনই দার্জিলিঙ জেলা প্রশাসনের পক্ষ থেকে একই নির্দেশিকা জারি করা হয়েছে। টিকাকরণের দুটি ডোজের সার্টিফিকেট অথবা RT PCR নেগেটিভ রিপোর্ট ছাড়া শৈলশহরে প্রবেশের অনুমতি মিলবে না বলে এক নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়৷ একই নিষেধাজ্ঞা লাগু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা, মন্দারমনি, তাজপুর, শঙ্করপুরে।

ভ্রমণ পিপাসু বাঙালির নতুন ঠিকানা সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্র

Related News

Back to top button