রাজ্য

ধামসা মাদল বাজিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের

রাস্তার দাবিতে ফের অবরোধ করে বিক্ষোভ আন্দোলনে সামিল গ্রামের বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে৷

 

Bengal Live মালদাঃ পাকা রাস্তার দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধামসা মাদল বাজিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো হবিবপুর ব্লকের ৩ টি অঞ্চলের ৫ টি গ্রামের শতাধিক মানুষ। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ হবিপুর থানার অনাইল এলাকায় মালদা- নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ।

বুলবুলচন্ডী অঞ্চলের মনোহরপুর, আইহো অঞ্চলের আকালপুর, ধুমপুর অঞ্চলের সাদিপুর সহ বিভিন্ন গ্রামের মহিলা ও পুরুষরা পাকা রাস্তার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, বেহাল অবস্থায় রয়েছে তাদের গ্রামের রাস্তা। বেহাল রাস্তার কারণে গ্রামে এম্বুলেন্স বা অন্য গাড়ি যেতে পারে না। সেই কারণে তারা পাকা রাস্তার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

আন্দোলনকারীরা হবিবপুর ব্লকের জয়েন্ট বিডিওকে বেহাল রাস্তা পরিদর্শন করতে গ্রামে নিয়ে যান। গ্রামবাসীরা সাফ জানিয়ে দিয়েছেন, হবিবপুর ব্লকের ৩ অঞ্চলে প্রায় ৯ কিলোমিটার রাস্তার বেহাল দশা। কয়েকদিনের মধ্যে যদি তাদের পাকা রাস্তা না হয় তাহলে তারা আবার আন্দোলনে নামতে বাধ্য হবেন।

Related News

Back to top button