রাজ্য

মোদীর ছবিতে গোবর লেপে দেওয়ার অভিযোগ কোচবিহারে, বালুরঘাটে ছেঁড়া হলো প্রার্থীর পোস্টার

উত্তরবঙ্গের দুই জেলায় পোস্টার ছেঁড়ার অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস ও বিজেপি। বালুরঘাটে ছেঁড়া হলো প্রার্থীর পোস্টার। কোচবিহারে মোদীর ছবিতে গোবর লেপে দেওয়ার অভিযোগ।

Bengal Live বালুরঘাট, কোচবিহারঃ পৃথক দুই দলের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠলো বালুরঘাটে ও কোচবিহারে। বুধবার রাতে বালুরঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্তের ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের উত্তর চকভবানী এলাকায়।

ঘটনাটি নজরে আসতেই সরব হন তৃণমূল কর্মীরা। বৃহস্পতিবার নির্বাচন দপ্তরের কাছে এবিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন বালুরঘাট টাউন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমরনাথ ঘোষ। ঘটনায় অভিযোগের নিশানা সোজাসুজি বিজেপির দিকে না থাকলেও বিজেপিকেই দায়ী করছেন তারা। এই বিষয়ে বিজেপির বালুরঘাট টাউন মণ্ডলের সভাপতি সুমন বর্মণ জানিয়েছেন, ‘নিজেদের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা।’

এদিকে বিজেপির পতাকা ছিঁড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সাংসদ নিশীথ প্রামানিকের ব্যানারে গোবর মাটি লেপে দেওয়ার অভিযোগ দিনহাটায়। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের ৩ নম্বর ওয়ার্ডে ৷ অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে৷ ঘটনার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস৷

Related News

Back to top button