রাজ্য

কুপিয়ে খুন তৃণমূলের অঞ্চল সহ-সভাপতিকে, জখম এক মহিলাও

গভীর রাতে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে চাঁচল থানার পুলিশ।

 

Bengal Live মালদাঃ তৃণমূলের অঞ্চল সহ সভাপতিকে কুপিয়ে খুনের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। জখম হয়েছেন এক মহিলাও। ঘটনাটি ঘটেছে চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের খানপুর এলাকায়। মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে চাঁচল থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে কামালুদ্দিন নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে সেতাবুর রহমান (৩৫) ও এক মহিলার উপর চড়াও হয়। অস্ত্রের আঘাতে গুরুতর জখম অবস্থায় তাঁদের দুজনকে পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। গভীর রাতে সেখানেই মারা যান সেতাবুর রহমান।

স্থানীয় সূত্রে খবর, সেতাবুর রহমান চন্দ্রপাড়া অঞ্চল তৃণমূল কমিটির সহ সভাপতি। কামালুদ্দিনের স্ত্রীয়ের সাথে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল তাঁর৷ মনে করা হচ্ছে, সম্পর্কের কথা কামালুদ্দিন জেনে যাওয়ার ফলেই এই ঘটনাটি ঘটেছে৷

যদিও খুনের পেছনে আসল কারণ কী তা এখনও জানা যায়নি। ঠিক কি কারণে খুন হতে হলো সেতাবুর রহমানকে তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। ইতিমধ্যেই মূল অভিযুক্ত কামালুদ্দিনকে গ্রেপ্তার করেছে তাঁরা।

Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button