রাজ্য

পাচারের আগেই উদ্ধার হাতির দাঁত, গ্রেপ্তার এক মহিলা

হাতির দাঁত পাচারের ছক বাঞ্চাল করল বনবিভাগ। চোরাচালান ঠেকাতে ফের একবার সফলতা পেলেন রেঞ্জার সঞ্জয় দত্ত।

বিএসএফের জালে বাংলাদেশী মাদক কারবারি

Bengal Live শিলিগুড়িঃ প্রায় এক কেজি ওজনের হাতির দাঁত সহ এক মহিলাকে গ্রেপ্তার করল বনবিভাগ। গোপন সূত্রে খবর পেয়ে ওদলাবাড়ি এলাকার একটি হোটেলের সামনে থেকে ওই মহিলাকে আটশ গ্রাম ওজনের হাতির দাঁত সহ গ্রেপ্তার করেন বৈকুন্ঠপুর বনবিভাগের শালুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত।

মর্মান্তিক পথ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু

সোমবার মহিলাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়েছে বন বিভাগ৷ বৈকুন্ঠপুর বনবিভাগের ডিএফও উমারানি এন বলেন, কোথা থেকে ওই মহিলা হাতির দাঁত এনেছিল এবং কোথায় পাচার করার ছক কষেছিল তা তদন্তে করে দেখা হচ্ছে। ধৃত মহিলার নাম হেমন্তী গুরুং। তার বাড়ি মালবাজার এলাকায়।

Related News

Back to top button