রাজ্য

বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা সহ ধৃত দুই

কোটি টাকার সমান ইউএস ডলার (US dollar) ও ভারতীয় ২৬ হাজার টাকা সহ NJP স্টেশনে কাস্টমসের হাতে ধরা পড়ল মিজোরামের দুই বাসিন্দা। শিয়ালদা থেকে শিলচর যাচ্ছিল ধৃতরা।

Bengal Live শিলিগুড়িঃ বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা (Foreign currency) সহ কাস্টমসের ফাঁদে দুই মিজো। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নিউ জলপাইগুড়ি রেল (NJP Jn.) স্টেশনে। জানা গেছে, ১ লক্ষ ৩৮ হাজার ৭০০ ইউএস ডলার (US dollar) ও ভারতীয় মুদ্রায় (Indian currency) ২৬০০০ টাকা সহ দুই জনকে গ্রেপ্তার করেছে কাস্টমস। ডলার ও টাকা মিলিয়ে ভারতীয় মুদ্রায় উদ্ধার হওয়া অর্থের মূল্য কোটি টাকা।

জানা গেছে, কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ট্রেনে শিয়ালদহ (Sealdah) থেকে শিলচর (Silchar) যাচ্ছিল রাহুল পিঊ ও লাথাং পিঊ। সোমবার সন্ধ্যায় ট্রেন নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশনে পৌঁছলে নকশালবাড়ি কাস্টমস ডিভিশন প্রিভেন্টিভ ইউনিট হানা দিলে সম্পর্কে মা ও ছেলে দুই মিজোরামের বাসিন্দার থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। কী কারণে বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা (Foreign currency) নিয়ে ওই দুইজন সফর করছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে।

Related News

Back to top button