উত্তরবঙ্গের অন্য জেলায় ঠাণ্ডার প্রকোপ কম, হাড় কাঁপছে উত্তর দিনাজপুরে
উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ঠান্ডার প্রভাব তেমন দেখা না গেলেও রায়গঞ্জে গত দুই দিন থেকে ব্যাপক ঠান্ডা পড়েছে। সাথে ঘন কুয়াশার দাপট।
Bengal Live রায়গঞ্জঃ প্রবল কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার দাপটে জনজীবন বিপর্যস্ত উত্তর দিনাজপুর জেলায়। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন থেকেই প্রবল ঠান্ডা আর শৈত্যপ্রবাহের দাপটে জবুথুবু হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকা।
কনকনে হাড় কাঁপানো ঠান্ডার সাথে ঘন কুয়াশার দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সমগ্র উত্তর দিনাজপুর জেলাজুড়ে। শহর থেকে গ্রাম সর্বত্রই ঘন কুয়াশার কারনে দৃশ্যমানতা কমে গিয়েছে। জেলার উপর দিয়ে যাওয়া ৩১ ও ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। গাড়ির হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। বেলা গড়ানোর সাথে সাথে কুয়াশার চাদরে মুড়ে থাকার পাশাপাশি বাড়ছে শীতের প্রকোপ।
গত দুদিন থেকেই আকাশে সেভাবে দেখা মেলেনি সূর্যের। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বের হচ্ছেন না সাধারণ মানুষ।