রাজ্য

NRC ও CAB -এর বিরোধীতায় উত্তাল রাজ্য, একের পর এক ট্রেন-বাসে আগুন, অবরোধ

NRC ও CAB -এর বিরোধীতায় রাজ্যজুড়ে ট্রেন-বাসে আগুন। উত্তেজনার আঁচ উত্তর দিনাজপুরেও। বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা বিক্ষোভকারীদের উদ্দেশ্যে।

Bengal Live ওয়েব ডেস্কঃ দাঁড়িয়ে থাকা একের পর এক ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হলো মুর্শিদাবাদের কৃষ্ণপুরে। প্রাণ বাঁচিয়ে স্টেশন থেকে পালালেন রেল কর্মীরা। আগুন ধরিয়ে দেওয়া হলো টিকিট কাউন্টারেও। এদিকে রেল লাইনে আগুন ধরিয়ে বিক্ষোভ চলছে মালদার হরিশচন্দ্রপুর রেল স্টেশনে। স্টেশনে ভাঙচুর, কাটিহার প্যাসেঞ্জার ট্রেনে ইট বৃষ্টি। কালিয়াচকে টায়ার জ্বালিয়ে অবরোধ চলছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। NRC ও CAB -এর বিরোধীতায় শনিবার উত্তাল হলো রাজ্য। উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ সহ সবকটি জেলাতেই চলছে তুমুল বিক্ষোভ।

বিক্ষোভের জেরে চরম সমস্যার মুখে সাধারণ বাসিন্দারা। একের পর এক ট্রেন বাতিল হওয়ার কারণে যাত্রী দুর্ভোগ দেখা দিয়েছে রাজ্য জুড়ে। রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস, তিস্তাতোর্সা এক্সপ্রেস, হাওড়া- দীঘা কান্ডারি এক্সপ্রেস, আপ হাটেবাজারে এক্সপ্রেস সহ দূরপাল্লার একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে।

এদিন সকালে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর,চোপড়া, গোয়ালপোখরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। এদিকে হাওড়ায় কোনা এক্সপ্রেসওয়ের গড়ফা ব্রিজের কাছে পরপর ৩০টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ ও দমকলের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিক্ষোভাকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে জানিয়েছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার। সরকারি সম্পত্তি নষ্ট করে বিক্ষোভ কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। আইন ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related News

Back to top button