রাজ্য

উত্তরবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে কালবৈশাখির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বইতে পারে ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া।

 

Bengal Live ডেস্কঃ কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিঙ, জলপাইগুড়ি,উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গের সবজেলাতেই বজ্র-বিদ্যুৎ পাত সহ বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বইতে পারে ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া। চতুর্থ দফার ভোটের মাঝেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কালবৈশাখীর পূর্বাভাস জানালো হাওয়া অফিস।

হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব উত্তর প্রদেশ, বিহারের উপরাংশে একটু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এরফলে পশ্চিমবঙ্গ, সিকিম সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র-বিদ্যুৎপাত সহ বৃষ্টির পাশাপাশি ঝড় হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তরের একাধিক জেলায়।

Related News

Back to top button