জোর কদমে চলছে কাউন্টিং এজেন্টদের করোনা পরীক্ষা

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেই গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন কাউন্টিং এজেন্টরা।
Bengal Live মালদাঃ অষ্টম দফার নির্বাচন শেষ হতেই ভোট গণনার প্রস্তুতি শুরু হয়েছে জোরদার। নির্বাচন কমিশনের নিয়ম মেনে শুক্রবার সকাল থেকে বিভিন্ন জেলায় শুরু হয়েছে কাউন্টিং এজেন্টদের করোনা পরীক্ষা।
শুক্রবার সকাল থেকে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মালদা শহরের জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুল সংলগ্ন এলাকায় বিভিন্ন দলের কাউন্টিং এজেন্টদের লালারস সংগ্রহ করে করোনার রেপিড টেস্ট করা হয়। বিজেপি, তৃণমূল, কংগ্রেস সহ বিভিন্ন প্রার্থীর কাউন্টিং এজেন্টরা নিজেদের করোনা পরীক্ষা করান। এদিকে রিপোর্ট পজিটিভ না নেগেটিভ মোবাইলে মেসেজের মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেওয়া হয়।
নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ছেন বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা। এদিকে একই চিত্র উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও।