রাজ্য

আগামী সপ্তাহে উত্তর দিনাজপুরে আসছেন মুখ্যমন্ত্রী

বিধানসভা নির্বাচনের দামামা প্রায় বেজে গিয়েছে রাজ্যে। তাই ভোটের আগে দলীয় নেতৃত্বকে চাঙ্গা করতে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী।

 

Bengal Live রায়গঞ্জঃ আগামী সপ্তাহেই উত্তর দিনাজপুর জেলা সফরে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মাঝামাঝি কোনও একটি জায়গায় মুখ্যমন্ত্রী সভা করবেন। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলেই মুখ্যমন্ত্রীর জেলা সফরের মেসেজ পেয়েছেন তিনি। দলীয় স্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কারা পাবেনই দলের টিকিট? উত্তরবঙ্গে এসে স্পষ্ট ইঙ্গিত দিলেন তৃণমূল নেত্রী

যদিও জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জানিয়েছেন, তাঁর কাছে মুখ্যমন্ত্রীর সভা নিয়ে কোনও বার্তা এখনও আসেনি। দুই দিনাজপুর জেলার সীমান্ত ব্লক কালিয়াগঞ্জ বা ইটাহারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রীর জেলায় আসার বার্তা আসতেই উজ্জীবিত হয়ে উঠেছে দুই দিনাজপুর জেলার তৃণমূল কর্মী সমর্থকেরা। এর পাশাপাশি বিধানসভা ভোটের প্রাক মুহূর্তে দুই জেলার মানুষের জন্য কী ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সেই দিকে এখন নজর সকলের। পাশাপাশি দল বদলের পালা ঠেকাতে মুখ্যমন্ত্রী কী দাওয়াই দেন তার দিকেও নজর রাখছে রাজনৈতিক মহল।

Related News

Back to top button