রাজ্য

আজ কালিয়াগঞ্জে মুখ্যমন্ত্রী, করবেন একাধিক প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস

আজই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর ১২৮ কোটি টাকারও বেশি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী।

Bengal Live রায়গঞ্জঃ আজই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভার পাশাপাশি সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি রয়েছে তাঁর। কালিয়াগঞ্জ কলেজ মাঠে তৈরি হয়েছে দু’টি মঞ্চ। এদিন দুপুর দেড়টা নাগাদ মালদা থেকে হেলকপ্টারে কালিয়াগঞ্জ পৌঁছানোর কথা মুখ্যমন্ত্রীর।

সরাসরি উপভোক্তাদের হাতে সরকারি পরিষেবা তুলে দেওয়ার পাশাপাশি এদিন কালিয়াগঞ্জ, রায়গঞ্জ সহ জেলার উন্নয়নে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রশাসন সূত্রে খবর ১২৮ কোটি টাকারও বেশি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। তবে সঠিক কী কী প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী সেই বিষয়ে এখনও কোনও সঠিক তথ্য মেলেনি।

এদিকে মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে জোড় তৎপরতা শুরু হয়েছে কালিয়াগঞ্জ কলেজ মাঠ এলাকায়। কড়া পুলিশি নিরাপত্তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস শিবিরেও প্রস্তুতি একদম শেষ পর্যায়ে। এদিন বেলা আড়াইটা নাগাদ কলেজ প্রাঙ্গনেই জেলা ও রাজ্যের পুলিশ ও প্রশাসনকে সাথে নিয়ে প্রশাসনিক রিভিউ মিটিং সারবেন মুখ্যমন্ত্রী। এরপর হেলিকপ্টারেই ফের মালদা ফিরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related News

Back to top button