রাজ্য

জোড়া নিম্নচাপ, দুর্যোগের আশঙ্কা রাজ্যে

সপ্তাহ জুড়েই বৃষ্টির প্রভাব থাকবে দুই বঙ্গে। জোড়া নিম্নচাপ ডেকে আনতে পারে প্রবল দুর্যোগ। বাড়তে পারে নদীর জলস্তর।

weather report west bengal

Bengal Live ডেস্কঃ জোড়া নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে দুর্যোগের আশঙ্কা। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের পাঁচ জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলা গুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস৷

জানা গেছে, পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি নিম্নচাপ রয়েছে। এবার উত্তর বঙ্গোপসাগরেও তৈরি হতে চলেছে আরও একটি নিম্নচাপ। আগামী বুধবার ২৮ জুলাই প্রবল নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপটি বাংলাদেশের দিকে চলে যেতে পারে বলে প্রাথমিক অনুমান আবহাওয়া অফিসের। এদিকে এই নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে সোমবার উত্তরবঙ্গে তেমন বৃষ্টির প্রভাব দেখা না গেলেও মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসাথে বৃষ্টিস্নাত হতে পারে দক্ষিণের জেলাগুলিও।

west bengal weather report

আবহাওয়া দপ্তরের অনুমান, অতিরিক্ত বৃষ্টির ফলে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে৷

Related News

Back to top button