রাজ্য

মন্ত্রীর আরগ্য কামনায় মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন অনুগামীদের

নার্সিংহোমে চিকিৎসাধীন পর্যটন মন্ত্রী। করোনার রিপোর্ট বারংবার পজিটিভ আসায় চিন্তায় তাঁর অনুগামীরা৷

 

Bengal Live শিলিগুড়িঃ প্রায় দুই সপ্তাহ কেটে গিয়েছে। তবে এখনও করোনা মুক্ত হননি রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। নার্সিংহোমেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। ফলে চিন্তা বাড়ছে তাঁর অনুগামীদের মধ্যে। প্রিয় নেতার সুস্থ হয়ে ঘরে ফেরার অপেক্ষা করছেন তাঁরা। তাই এবার মন্ত্রীর সুস্থতা কামনা করে মহা মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করলেন শিলিগুড়ির একটি ক্লাবের সদস্যরা।

সোমবার অরবিন্দ যুবক সংঘের সদস্যরা নিয়ম রীতি মেনে এই যজ্ঞের আয়োজন করেন। সদস্যরা জানান, গৌতম দেব যেন দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফেরেন সেই কামনা করেই এই যজ্ঞের আয়োজন। উল্লেখ্য, ৬ নভেম্বর করোনায় আক্রান্ত হন মন্ত্রী। এরপর থেকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। বেশ কয়েকবার কোভিড পরীক্ষা করা হয়েছে৷ তবে প্রতিবারই পজিটিভ রিপোর্ট এসেছে তাঁর।

Related News

Back to top button