লোকালয়ে হরিণ, হুড়োহুড়িতে চোট
চিকিৎসার জন্য হরিণটিকে জলদাপাড়ায় নিয়ে যাওয়া হয়েছে।
চিনা লাইট বর্জন করে মাটির প্রদীপ বিলি বিজেপির, স্বদেশী হওয়ার ডাক
Bengal Live আলিপুরদুয়ারঃ সাতসকালে লোকালয়ে ঢুকে পড়ে একটি হরিণ। আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ফালাকাটার দেওগাঁও এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও এলাকায়। স্থানীয় বাসিন্দা ও বন দফতর সূত্রে খবর, এদিন সকালে দক্ষিণ খয়েরবাড়ি বনাঞ্চল থেকে একটি হরিণ লোকালয়ে ঢুকে পড়ে। লোকালয়ে হরিণ ঢুকে পরার খবর চাউর হতেই উৎসুক জনতা চারিদিকে ভিড় জমাতে থাকায় জঙ্গলে ফিরতে পারছিল না হরিণটি।
পায়ের নীচে শিব নেই, মালদায় দশমাথা দশভুজা মহাকালীর পূজা হয় চতুর্দশীতে
স্থানীয় একটি বাড়ির ফুলবাগানে গিয়ে দাঁড়িয়ে থাকে হরিণটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বনকর্মীরা। পরে এলাকাবাসীর সহযোগিতায় দক্ষিণ দেওগাঁও এলাকায় ওই ফুলের বাগান থেকে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা। বনদফতর সূত্রে জানা গিয়েছে, হরিণটি লাফালাফি করতে গিয়ে সামান্য চোট পায়। চিকিৎসার জন্য হরিণটিকে জলদাপাড়ায় নিয়ে যাওয়া হয়েছে। এবিষয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি এফ ও কুমার বিমল বলেন,”খুব তাড়াতাড়ি উদ্ধার হওয়া হরিনটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।”