৩১ নম্বর জাতীয় সড়কের ধারে বুনো হাতির দল
সকাল হতেই জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে এসেছে হাতির দলটি। মানুষের ভিড় ক্রমশ বাড়ছে৷ পৌঁছছে বন দপ্তর।
হার্ট অ্যাটাক ! কী করে বুঝবেন আপনার হার্ট অ্যাটাক হতে যাচ্ছে ?
Bengal Live আলিপুরদুয়ারঃ ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে এক পাল বুনো হাতির দল। দিনের আলোতে গ্ৰামে ঘুরে বেড়াচ্ছে বুনো হাতির দল। আর হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বনকর্মীরা। শনিবার সকালে অসম-বাংলা সীমানা আলিপুরদুয়ার জেলার পাকড়িগুড়িতে দেখা যায় হাতির দলটিকে।
সরকারি আধিকারিককে জলে নামালেন কর্ণজোড়ার জলবন্দী মানুষরা
জাতীয় সড়কের ধারে ধান ক্ষেতে হানা দেয় বুনো হাতির দলটি। এদিন সকালে পাকড়িগুড়ি এলাকার স্থানীয় বাসিন্দারা ঘুম থেকে উঠেই ৩১ নং জাতীয় সড়কের ধারে ধান ক্ষেতে কয়েকটি বুনো হাতির দলকে দাপিয়ে বেড়াতে দেখেন। বক্সা জঙ্গল থেকে বুনো হাতির দলটি এলাকায় ঢুকে পড়েছে বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে বনদপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক ও বনকর্মীরা পৌঁছেছেন। তাঁরা হাতির দলটিকে জঙ্গলে ফেরৎ পাঠানোর জন্য চেষ্টা চালাচ্ছেন ।