রাজ্য

নভেম্বরের মাঝামাঝিই শীত ঢুকবে উত্তরে

সোমবার থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টিতে তাপমাত্রা কমেছে দুই দিনাজপুরে। নভেম্বরের মাঝামাঝিতে উত্তরে শীতের আভাস আবহাওয়া দপ্তরের।

 

Bengal Live ডেস্কঃ দুর্গাপুজোয় কাঠফাটা গরমে কাটলেও স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। কালী পুজোর পর থেকেই শীত ঢুকতে শুরু করবে উত্তরবঙ্গে। দুর্গাপুজোর কয়েক দিন আগে থেকেই আর্দ্রতায় নাজেহাল হয়ে উঠেছিল উত্তরবঙ্গবাসী।সারাদিন প্রখর রোদের তাপ এবং সন্ধ্যার পরও ঊর্ধ্বমুখী তাপমাত্রায় হাঁসফাঁস করতে করতেই ঠাকুর দেখেছে বাঙালি। তবে সোমবার থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টিতে তাপমাত্রা কমেছে অনেকটাই। ফলে স্বস্তি ফিরেছে দুই দিনাজপুর,মালদা, শিলিগুড়ি আলিপুরদুয়ার সহ পাহাড়েও।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই লাগাতার বৃষ্টির হাত ধরে উত্তরবঙ্গে ঢুকবে শীত। এর মাঝে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকলেও নভেম্বরের মাঝামাঝি থেকেই হিমেল হাওয়া বইতে শুরু করবে। ফলে কালীপুজোর পর থেকেই শীতের আমেজে মজবেন উত্তরবঙ্গবাসী।

Related News

Back to top button