গ্রহণ করবেন না সরকারি সাহায্য, সিবিআই তদন্তে অনড় রাজেশ-তাপসের পরিবার


NBlive রায়গঞ্জঃ ইসলামপুরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, দুই নিহত ছাত্রের পরিবারের পাশে দাঁড়াবে রাজ্য সরকার। কিন্তু মন্ত্রীর এই সহযোগীতা গ্রহণ করবে না বলে এদিন সাফ জানিয়ে দিলেন রাজেশ ও তাপসের পরিবার। শুক্রবার তাপস বর্মনের মা সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার জানিয়ে দিলেন, সরকারের কোনও আর্থিক সাহায্য তাঁরা গ্রহণ করবেন না। তিনি বলেন, পুলিশ গুলি করে খুন করবে, আর সরকার আর্থিক সাহায্য দেবে? এটা মানবেন না তিনি। সিআইডি তদন্তের উপর তাঁদের কোনও ভরসা নেই। এই তদন্ত হলে প্রকৃত সত্য সামনে আসবে না বলেই মত তাঁর। এদিকে রাজেশের বাবা নীলকমল সরকার বলেন, আমরা সিবিআই তদন্ত চেয়েছি। সিআইডি তদন্ত চায় নি। সরকারি সাহায্যের প্রয়োজন নেই।

এদিকে ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও আজও থমথমে পরিবেশ দাড়িভিট গ্রামে। দোকানপাট আজও প্রায় বন্ধ। রাস্তাঘাটে লোকচলাচলও কম। যেই স্কুলকে নিয়ে এতো কান্ড, সেই স্কুলে আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজপত্র। ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে কম্পিউটার, টেবিল, ব্রেঞ্চ।

Exit mobile version