বিহারে লাইনচ্যুত দিল্লিগামী সীমাঞ্চল এক্সপ্রেস, হেল্পসেন্টার রায়গঞ্জে

NBlive রায়গঞ্জঃ বিহারে রায়গঞ্জ থেকে দিল্লিগামী সীমাঞ্চল এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত। বড়সড় ট্রেন দুর্ঘটনায় মৃত কমপক্ষে ছয়। ঘটনায় আহত একাধিক। ট্রেনটিতে উত্তর দিনাজপুর জেলার শতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে। রেল মন্ত্রক সূত্রে জানা গেছে, ভোর ৩টে ৫৮ মিনিট নাগাদ সীমাঞ্চল এক্সপ্রেসের এসি কামরা বি-৩, স্লিপার কামরা এস-৮, এস-৯, এস-১০-সহ প্রায় নয়টি কামরা লাইনচ্যুত হয়েছে। বরাউনি শোনপুর থেকে রিলিফ ট্রেন ইতিমধ্যেই রওনা দিয়েছে হাজিপুরের দিকে। হেল্পলাইন খোলা হয়েছে রায়গঞ্জ রেল স্টেশনেও। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ| রেল মন্ত্রকের সূত্রে শোনপুর, হাজিপুর ও বরাউনিতে তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল ০৬১৫৮২২১৬৪৫, ০৬২২৪২৭২২৩০, ০৬২৭৯২৩২২২২।

Exit mobile version