NBlive রায়গঞ্জঃ শুধু প্রচারে নয়, নির্বাচন ঝড় এবার আছড়ে পড়ল মিষ্টির উপরেও। রায়গঞ্জে মিলছে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএমের প্রতিক সম্বলিত হরেক রকম মিষ্টি। সেই মিষ্টির খবর মিলতেই উপচে পড়া চাহিদা রায়গঞ্জ বাসীর মধ্যে। ইতিমধ্যেই কংগ্রেসের প্রতিক সম্বলিত মিষ্টির ভান্ডার শেষ হয়ে গিয়েছে বলে জানা গেছে। চাহিদা রয়েছে বিজেপি, তৃণমূল ও সিপিএমের প্রতিক সম্বলিত মিষ্টিরও।
রায়গঞ্জ উকিলপাড়া টাউনক্লাব ময়দান সংলগ্ন মিষ্টির দোকানে মিলছে এই রাজনৈতিক মিষ্টি। মিষ্টি ব্যবসায়ী দেবু বোস জানিয়েছেন, দুইদিন আগের থেকে এই মিষ্টি প্রস্তুত করা তাঁরা শুরু করেছেন। ক্ষরিদ্দারদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়তেই চাহিদা লক্ষ্য করা গিয়েছে চোখে পড়ার মতন। একএকটি মিষ্টির দাম রাখা হয়েছে কুড়ি টাকা করে।
কলকাতা, কোচবিহারে রাজনৈতিক মিষ্টির খবর মিলেছিল। কিন্তু রায়গঞ্জে এই প্রথম রাজনৈতিক মিষ্টি মিলছে বলে জানিয়েছেন রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা। মিষ্টির উপর নির্বাচনী ছোঁয়া পড়ায় খুশি তাঁরাও।