রায়গঞ্জে গুলিবিদ্ধ একাদশ শ্রেণীর ছাত্র

গুলিবিদ্ধ একাদশ শ্রেণীর ছাত্র৷ গুলি চালানোর অভিযোগ বন্ধুর বিরুদ্ধে। তদন্তে নামল পুলিশ।

Bengal Live রায়গঞ্জঃ একাদশ শ্রেণীর ছাত্রের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ থানার পিপলান গ্রামে৷ বন্ধুর বিরুদ্ধেই উঠল গুলি চালানোর অভিযোগ৷ রক্তাক্ত অবস্থায় জখম কিশোরকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ না হলেও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জখম কিশোর জানান, জয়নগর গ্রামের এক বন্ধু তাকে এদিন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়৷ কিছু টাকা দাবি করে সে। টাকা না দিতে পারায় আচমকা গুলি করে এলাকা ছেড়ে চম্পট দেয়৷ জখম কিশোরের মা তারা বর্মণের দাবি, শুনলাম, ছেলেকে ডেকে নিয়ে যায় একজন। টাকা চেয়েছিল, তা না দিতে পারায় গুলি করেছে৷ পুলিশ গ্রামে পৌঁছেছে৷

শুধু টাকার দাবিতেই দুই বন্ধুর মধ্যে বচসা? নাকি এই ঘটনার পেছনে অন্য কোনও রহস্য রয়েছে তা নিয়ে এখন সন্দেহ তৈরি হয়েছে। পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করছে।

Exit mobile version