৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খেলো মাছ বোঝাই ১৪ চাকার ট্রলার। যানজট সামলাতে মোতায়েন পুলিশ।
Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জের সোহারই মোড় লাগোয়া ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খেলো মাছ বোঝাই ট্রলি। ঘটনায় ট্রলারের চালক, খালাসি সহ আহত তিনজন। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, সোমবার রায়গঞ্জ থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল মাছ বোঝাই ট্রলিটি। সেই সময় শুয়োরের পাল আচমকা জাতীয় সড়কের উপরে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ১৪ চাকার ট্রলারটি। জাতীয় সড়কের উপরেই পালটি খেয়ে যায় ট্রলারটি। গুরুতর আহত হন চালক খালাসি সহ আরও একজন।
আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় সোহারই মোড় লাগোয়া ৩৪ নম্বর জাতীয় সড়কে৷ রায়গঞ্জ থানার পুলিশ পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। এদিকে দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে জাতীয় সড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।