রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফাঁকা কোভিড ওয়ার্ডে চুরির অভিযোগ। চাঞ্চল্য হাসপাতালে।
Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার এই চুরির ঘটনাটি সামনে এসেছে। তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, অক্সিজেন ফ্লো মিটার সহ আরও বেশ কিছু জিনিস খোয়া গিয়েছে।
জানা গেছে, কোভিড রোগীর সংখ্যা কমতে থাকায় ফাঁকা অবস্থায় রয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ তলার কোভিড ওয়ার্ড। সেই সুযোগেই ওই ওয়ার্ডে চুরির ঘটনা ঘটেছে বলে খবর। মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেন, চুরির ঘটনা জানতে পরেই রায়গঞ্জ থানায় অভিযোগ করা হয়। এরপরেই পুলিশ তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে। অক্সিজেন ফ্লো মিটার সহ আরও কিছু সামগ্রী চুরি হয়েছে বলে জানিয়েছেন প্রিয়ঙ্কর রায়।