গৃহ সম্পর্ক অভিযান বিজেপির, দুয়ারে দাঁড়িয়ে সরকার, রায়গঞ্জে শুরু ওয়ার্ম আপ

একদিকে চলছে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি, অন্যদিকে শুরু হল গৃহ সম্পর্ক অভিযান।

 

Bengal Live রায়গঞ্জঃ রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচির মাঝেই শুরু হল বিজেপির গৃহ সম্পর্ক অভিযান। শনিবার থেকে উত্তর দিনাজপুর জেলাজুড়ে শুরু হল বিজেপির গৃহ সম্পর্ক অভিযান। মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারের পাশাপাশি “আর নয় অন্যায়” এর প্রচারও শুরু হল এদিন থেকেই। বিজেপি সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ জুড়েই এই কর্মসূচি শুরু হয়েছে।

বিজেপির জেলা নেতা নিমাই কবিরাজ বলেন, মানুষের দুয়ারে যাওয়ার প্রধান কারণ হল, তৃণমূল সরকারের অপশাসন, আর নয় সন্ত্রাস, আর নয় নারী নির্যাতন, আর নয় কাটমানির বার্তা সাধারণের কাছে পৌঁছে দেওয়া। মানুষকে সচেতন করার পাশাপাশি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্যের কথাও তুলে ধরছি। ২০২১ সালের বিধানসভায় বাংলায় মোদী সরকার গঠন করার জন্য আশীর্বাদ চাইছি। সাধারণ মানুষ যথেষ্ট সাড়া দিচ্ছে আমাদের ডাকে।

Exit mobile version