অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে বিদ্রোহীর মন্ডপ
Bengal Live রায়গঞ্জঃ ৪৯ তম বছরে গুজরাতের অক্ষরধাম মন্দিরের আদলে মন্ডপ প্রস্তুত করছে রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব। বাঁশ,কাঠ, প্লাইউড, থার্মোকল ও জড়ির কারুকার্য দিয়ে এই মন্ডপ প্রস্তুত করা হচ্ছে বলে জানা গেছে। ৪৫ ফুট উঁচু ও ৩ ফুট চওড়া মন্ডপে শিল্পকলার পাশাপাশি থাকছে সাবেকি প্রতিমা। প্রতিমায় থাকছে থার্মোকলের তৈরি বিভিন্ন শিল্প। চন্দননগরের আলোকসজ্জ্বা বিশেষ নজর কারবে বলে দাবী পূজা উদোক্তাদের।