রায়গঞ্জে পথচলতি মানুষদের মাস্ক দিলেন দেবশ্রী

শহরজুড়ে সাধারণ পথচলতি মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।

Bengal Live রায়গঞ্জঃ লকডাউন শুরু হওয়ার বেশ ক’দিন কেটে যাওয়ার পর বৃহস্পতিবার রায়গঞ্জের রাস্তায় ঘুরে মাস্ক বিলি করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। পথ চলতি সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিলি করেন তিনি।

করোনা মোকাবিলায় লকডাউনের গুরুত্ব, এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোর বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। তিনি বলেন, জেলা প্রশাসনের নজর রাখা উচিৎ, যাঁরা এখনও প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরিয়েছেন তাঁদের সচেতন করে বাড়ি পাঠানো।

Exit mobile version