চার মাদক কারবারি গ্রেপ্তার রায়গঞ্জে

মাদক কারবার রুখতে সক্রিয় রায়গঞ্জ থানার পুলিশ। সোমবার হাতেনাতে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ৷

 

Bengal Live রায়গঞ্জঃ ব্রাউন সুগার সহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ১২৫ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। ধৃতদের মঙ্গলবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজন মাদক কারবারি তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সোমবার রায়গঞ্জ থানার মধুপুর এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে ৪ জন মাদক কারবারি গ্রেপ্তার করে। ধৃতরা সকলেই রায়গঞ্জ শহরের বাসিন্দা। ধৃত কারবারিদের নাম সৎসঙ্গ সরনীর দেবব্রত রায়, রবীন্দ্রপল্লীর অরিজিৎ সরকার, শক্তিনগরের বাসিন্দা সত্যজিৎ মহন্ত এবং উকিলপাড়ার পীরপুকুরের বাসিন্দা রবি কাহার। রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশ ভর্মা জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে ১২৫ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ধৃত চারজনকেই মঙ্গলবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

Exit mobile version