নিষিদ্ধ মাদক কারবার রুখতে লাগাতার অভিযান রায়গঞ্জ থানার, মিলল সাফল্য

রায়গঞ্জে পুলিশের জালে আরও তিন নিষিদ্ধ মাদক কারবারি।ধৃত তিন জনের বাড়িই রায়গঞ্জ শহর এলাকার মধ্যে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Bengal Live রায়গঞ্জঃ নিষিদ্ধ মাদক কারবার রুখতে রায়গঞ্জ পুলিশের লাগাতার অভিযান। আরও তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জের শিয়ালমনী জঙ্গল এলাকা থেকে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।

ধৃতদের থেকে ৪৪ গ্রামের কিছু বেশি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য লক্ষ টাকার কাছাকাছি৷ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তিন মাদক কারবারির প্রত্যেকের বাড়ি রায়গঞ্জ শহর এলাকার মধ্যে। একটি ইলেকট্রিক্যাল ওজন মাপার যন্ত্র, একটি মোটর বাইক ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ।

Exit mobile version