নিষিদ্ধ মাদক সহ গ্রেপ্তার দশ রায়গঞ্জে

রায়গঞ্জে পুলিশের জালে দশ নিষিদ্ধ মাদক কারবারি।ধৃত দশজনের বাড়িই রায়গঞ্জ থানা এলাকার মধ্যে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Bengal Live রায়গঞ্জঃ নিষিদ্ধ মাদক কারবার রুখতে রায়গঞ্জ পুলিশের বড় সাফল্য। একইসাথে দশজন মাদক কারবারিকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জের দক্ষিণ কসবা এলাকা থেকে দশ মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।

ধৃতদের থেকে ৫০ গ্রামের কিছু বেশি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে
এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দশ মাদক কারবারির প্রত্যেকের বাড়ি রায়গঞ্জ থানা এলাকার মধ্যে। একটি ইলেকট্রিক্যাল ওজন মাপার যন্ত্র, একটি মোটর বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ।

Exit mobile version