করোনা মোকাবিলায় শহরের ১০ জায়গায় সাবান জলের ব্যবস্থা করল রায়গঞ্জ পুরসভা। এইসব এলাকায় শহরবাসী ছাড়াও বিভিন্ন প্রয়োজনে বাইরের মানুষের আনাগোনাও বেশি।
Bengal Live রায়গঞ্জঃ করোনা মোকাবিলায় শহরের ১০ জায়গায় সাবান জলের ব্যবস্থা করল রায়গঞ্জ পুরসভা। বৃহস্পতিবার সকাল থেকে শহরের দশ জনবহুল এলাকায় এই সুবিধা পাবেন শহরবাসী। এদিকে বুধবার দিনই করোনা সতর্কতায় শহরের সিনেমা হল, থিয়েটার, মিটিং ও যেকোনো রকম জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে রায়গঞ্জ পুরসভা। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস।
রায়গঞ্জ পুরসভা সূত্রে জানা গেছে, কসবা মোড়, দেবীনগর কালীবাড়ি, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রায়গঞ্জ ডিপো, পুর বাস স্ট্যান্ড, রেল স্টেশন, সুপার মার্কেট, রায়গঞ্জ ফৌজদারি আদালত সহ শহরের দশটি জনবহুল এলাকা চিহ্নিত করা হয়েছে। এইসব এলাকায় শহরবাসী ছাড়াও বিভিন্ন প্রয়োজনে বাইরের মানুষের আনাগোনাও বেশি। তাই এই দশ জায়গায় হাত ধোয়ার জন্য সাবান জলের ব্যবস্থা করেছে পুরসভা।
রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস বলেন, করোনা সতর্কতায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাস্তার পাশেই সাবান জলে হাত ধোয়া কেন্দ্র চালু করাতে মানুষ ঘনঘন হাত ধুয়ে নিতে পারবে। এছাড়া গুজব রুখতে ও মানুষকে সচেতন করতে নাগরিকদের মধ্যে লিফলেট বিলি করার কাজও শুরু করেছে পুরসভা।