গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুরে করোনা আক্রান্ত আরও ১৬

গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্ত আরও ১৬। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৬৬।

Bengal Live রায়গঞ্জঃ গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্ত আরও ১৬। রায়গঞ্জ পুর এলাকায় আক্রান্ত হয়েছেন আরও তিনজন। আক্রান্তদের সকলকেই উদ্ধার করে চিকিৎসার জন্য কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবারের করোনা সংক্রান্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী উত্তর দিনাজপুরে মোট করোনা আক্রান্ত ৪৬৬ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩০ জন। ১ জন কোভিড পজিটিভ ব্যক্তির মৃত্যু হয়েছে জেলায়। কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৫ জন। ২৬ জুন থেকে এখনও পর্যন্ত রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের RT-PCR ল্যাবে ৩৫৫৩টি নমুনার পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে।

Exit mobile version