সকাল থেকে রাত পর্যন্ত শহরের যানজট নিয়ন্ত্রণে জনবহুল এলাকায় কর্মরত থাকেন ট্রাফিক পুলিশ কর্মীরা। কোনও ভাবে যেন সংক্রমণ তাঁদের মধ্যে ছড়িয়ে না পরে সেই কারণে আগাম সতর্ক রায়গঞ্জ জেলা পুলিশ।
Bengal Live রায়গঞ্জঃ করোনা সতর্কতায় রায়গঞ্জের ট্রাফিক ব্যবস্থায় কর্মরত পুলিশ কর্মীদের এন ৯৫ মাস্ক বিতরণ করা হলো। সোমবার সকালে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ট্রাফিক অফিস থেকে এই মাস্ক বিতরণ করা হয় কর্মরত পুলিশ কর্মীদের। যানজট মোকাবিকা ও ট্রাফিক নিয়ন্ত্রণ করতে শহরের জনবহুল এলাকা গুলিতে দিন-রাত কাজ করে চলেছেন ট্রাফিক পুলিশ। দিনের বেশিরভাগ সময়ই তাই বিভিন্ন জায়গা থেকে আগত মানুষদের সংস্পর্শে যেতে হচ্ছে পুলিশ কর্মীদের। সেই কারণে কোনও ভাবে যেন তাঁদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে না পরে তার জন্য আগাম সতর্কতা হিসেবে এই মাস্ক বিতরণ করা হয়েছে বলে রায়গঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে।