ইটাহারে ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টি, জেলায় বজ্রাঘাতে মৃত দুই

করোনা আতঙ্কের মাঝেই প্রাকৃতিক দুর্যোগের কবলে উত্তর দিনাজপুর। প্রবল ঝড়বৃষ্টি জেলা জুড়ে। ব্যাপক শিলাবৃষ্টি ইটাহারের বিভিন্ন গ্রামে। ফসলের ক্ষতিতে মাথায় হাত চাষীদের। বজ্রাঘাতে জেলায় মৃত দুই, আহত এক।

Bengal Live রায়গঞ্জঃ ব্যাপক শিলাবৃষ্টি ইটাহারের একাধিক গ্রামে। মঙ্গলবার সকাল ৫ টা থেকেই আকাশ কালো করে ধেয়ে আসে ঘুর্ণিঝড় ও শিলাবৃষ্টি। ইটাহার ব্লকের সুরুন, দুর্গাপুর, দুর্লভপুর, পতিরাজপুর ও জয়হাট অঞ্চলের কিছু গ্রামের উপর দিয়ে বয়ে যায় প্রবল ঝড়। সেই সাথে শুরু হয় বজ্রপাত সহ ব্যাপক শিলাবৃষ্টি। মারবেল সাইজের শিলে সাদা হয়ে যায় বাড়ির উঠোন থেকে শুরু করে রাস্তাঘাট ও জমি।

শিল ও ঝড়ের আঘাতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে গ্রামবাসীদের সূত্রে জানা গেছে। নষ্ট হয়েছে ধান, পাট ও ভুট্টার ক্ষেত। বেশ কিছু কাচা বাড়িও ভেঙে পড়েছে বলে খবর পাওয়া গেছে। উড়ে গেছে টিনের চাল। বাজ পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে ইটাহারের দুর্গাপুর অঞ্চলে। ওই ঘটনায় গুরুতর জখম আরও একজন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। অন্যদিকে করণদিঘীর সাবধান অঞ্চলেও বাজ পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ভোর থেকেই ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হয় উত্তর দিনাজপুর জেলাজুড়ে। কয়েকঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পরে রায়গঞ্জ সহ জেলার বিভিন্ন এলাকা। সবচেয়ে ক্ষতির আশঙ্কা ইটাহার ব্লকের কিছু এলাকায়। শিলাবৃষ্টির জেরে সুরুন, দুর্গাপুর, দুর্লভপুর, জয়হাট অঞ্চলের ধান, পাট, ভুট্টা চাষীদের মাথায় হাত।

Exit mobile version