আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ধৃত এক রায়গঞ্জে

পুলিশ সূত্রে জানা গেছে, আগ্নেয়াস্ত্র সহ ওই দুষ্কৃতী রায়গঞ্জ শহরে ঘোরাঘুরি করছিল।

 

Bengal Live রায়গঞ্জঃ আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার রায়গঞ্জ শহর থেকে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ৷ পুলিশ সূতে খবর, একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে ধৃতের থেকে।

অজানা জ্বর আতঙ্ক উত্তর দিনাজপুরেও, রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি একাধিক শিশু

তদন্তের স্বার্থে এদিন রায়গঞ্জ পুলিশ ধৃত ব্যক্তির নাম প্রকাশ করতে চান নি। তবে রায়গঞ্জ পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতী বিহার থেকে ওই আগ্নেয়াস্ত্রটি কিনেছিল। তবে সঠিক কী উদ্দেশ্য নিয়ে ওই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে শহরে ঘোরাঘুরি করছিল তা জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে৷

Exit mobile version